১ জানুয়ারি থেকে ই-পাসপোর্ট

২২ অক্টোবর, ২০১৯ ১২:১৪  
আগামী বছরের প্রথম দিন থেকে মেশিন রিডেবল পাসপোর্টকে (এমআরপি) বাদ দিয়ে চালু হবে ই-পাসপোর্ট। পাসপোর্ট অধিদপ্তরের ঢাকার উত্তরা, ক্যান্টনমেন্ট, যাত্রাবাড়ী ও বাংলাদেশ সচিবালয় অফিস থেকে ই-পাসপোর্ট তৈরি করা হবে। তবে দেশ জুড়ে ২০ হাজারের বেশি চাহিদা থাকলেও শুরুতে দুই বছর পর্যন্ত দিনে মাত্র দু হাজার পাসপোর্ট তৈরি করতে পারবে পাসপোর্ট অধিদপ্তর। অবশ্য জার্মান প্রতিষ্ঠান ভেরিডোস জেএমবিএইচ দেশের সব জায়গায় ই-পাসপোর্ট তৈরির মেশিন বসাতে না পারায় অধিদপ্তরের প্রধান কার্যালয় আগারগাঁও থেকে আপাতত ই-পাসপোর্ট সরবরাহ করা হবে না। পাসপোর্ট অধিদপ্তর থেকে এসব তথ্য জানা গেছে।